নতুন প্রজন্মের কাছে দেশকে ভালোবাসার আহবান বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের
স্টাফ রিপোর্টার ♦ দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে, তাহলে দেশ এগিয়ে যাবে। দেশ এগিয়ে গেলে বীর মুক্তিযোদ্ধাগণ শান্তি পাবেন। সেই সাথে স্বস্তিতে থাকবে জীবিত থাকা মুক্তিযোদ্ধারাও। তাই নতুন প্রজন্মকে ৭১’র চেতনাকে বাঁচিয়ে রাখতে তাদের দায়িত্ব নিতে হবে।
বুধবার দুপুরে স্বাধীনতা রজতজয়ন্তী উপলক্ষে সিটি প্রেসক্লাব আয়োজিত বীরাঙ্গনা সম্মাননা ২০২১ অনুষ্ঠানে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধারা নতুন প্রজন্মের কাছে এ আহবান জানান।
বীরাঙ্গনা সম্মাননা অনুষ্ঠানে বীরাঙ্গনা মনছুরা বেগম ও রুপালি রাণী সিংহকে ক্রেষ্ট ও উপহার দিয়ে সম্মাননা প্রদান করে রংপুর সিটি প্রেসক্লাব নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি। সিটি প্রেসক্লাব রংপুরের সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আলেয়া খাতুন লাভলী, সিটি প্রেসক্লাব রংপুরের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, সিনিয়র সহ সভাপতি শাকিল আহমেদ, সহ সভাপতি সাইদ বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বাবলু, দপ্তর ও প্রচার সম্পাদক আলী হায়দার রণি, সদস্য এস এম খলিল বাবু, এস এম শহিদুল, রেজাউল ইসলাম জীবন, আল আমিন, আকতারুল জামান আকতার, ফুয়াদ হাসান, নূর মোহাম্মদ, শাহ নেওয়াজ জনি। অনুষ্ঠানে যন্ত্র সংগীত পরিবেশন করেন সাংবাদিক হাবিবুর রহমান হাবিব।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক সিটি প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য জুয়েল আহমেদ।