বিআরডিবি'র মাসব্যাপী সেলাই ও এমব্রয়ডারি প্রশিক্ষনের সমাপনী

স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড-বিআরডিবি’র বাস্তবায়নাধীন ‘দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা (ইরেসপো) ২য় পর্যায় ১ম সংশোধিত’ শীর্ষক প্রকল্পের মাসব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে।
গতকাল রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সেলাই ও এমব্রয়ডারি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইরেসপো-২য় পর্যায় প্রকল্পের পরিচালক ইঞ্জিনিয়ার রাশেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-পরিচালক (প্রশিক্ষণ মান ও পরিকল্পনা) মোহাম্মদ আলী মর্তুজা, বিআরডিবি রংপুরের উপ-পরিচালক সহিদুর রহমান সুমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সুশান্ত কুমার রায়।
অনুষ্ঠানে ৪০ জন প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র, প্রশিক্ষণ ভাতা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।