বাংলাদেশসহ ১১৬টি দেশ যুক্তরাষ্ট্রের “ডু নট ট্রাভেল” এর তালিকায়
নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ করোনা মহামারির মধ্যে যুক্তরাষ্ট্র “ডু নট ট্রাভেল” - এ তালিকাভুক্ত করেছে বাংলাদেশসহ ১১৬টি দেশ। এই তালিকায় রয়েছে: যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইসরায়েল, মেক্সিকো, জার্মানীসহ মোট ১১৬টি দেশে অতি সংক্রমণের কারণে ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় দেশটি।
অতি সম্প্রতি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ নির্দেশিকার এই তালিকা হালনাগাদ করা হয়েছে। খবর রয়টার্সের।
এর আগে, সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভ্রমণে সর্বোচ্চ সতর্কতার তালিকার চতুর্থ পর্যায়ে অনেকগুলো নতুন দেশকে অন্তর্ভুক্ত করা হচ্ছে, যে কারণে বিশ্বের ৮০ শতাংশ দেশই এখন এই তালিকায় চলে আসবে।
মঙ্গলবার আগ পর্যন্ত বিশ্বের প্রায় ২০০টি দেশের মধ্যে এই তালিকায় ৩৪টি দেশের নাম ছিল। এখন ১৫০টিরও বেশি দেশকে চতুর্থ পর্যায়ের ভ্রমণ সতর্কতার তালিকায় অর্ন্তভুক্ত করার কথা বিবেচনা করছে তারা।