ভালো মানুষ হতে শিশুদের যেরকম পরিবেশের প্রয়োজন

নিউজডোর ডেস্ক ♦ মনোবিজ্ঞানীরা বলেন, শিশুরা যখন বেড়ে ওঠে তখন তারা যে পরিবেশ পায়, সেটা তাদের জীবনে প্রভাব ফেলে থাকে। তাহলে জেনে নিন শিশুদের বেড়ে ওঠার পরিবেশ এবং ফলাফল সম্পর্কে মনোবিজ্ঞানীদের বক্তব্য।
- যে শিশুরা উপহাস নিয়ে বাঁচে, তারা ভীরু হয়ে বড় হয়।
- যে শিশুরা সমালোচনার মাঝে বেড়ে ওঠে, সেই শিশুরা নিন্দা করতে শিখে।
- বিরোধিতার মধ্যে বড় হয়ে ওঠা শিশুরা শত্রুতা করতে শিখে।
- যে শিশুরা সন্দেহের মাঝে বেড়ে ওঠে তারা প্রতারণা করতে শিখে।
- যে শিশু উৎসাহ পেয়ে বড় হয়, সে সুবিচার করতে শিখে।
- যে শিশু প্রশংসার মধ্যে বড় হয়, সে অন্যদের গুণ ধারণ করতে শিখে।
- যে শিশু স্নেহের মধ্যে বেড়ে ওঠে, সেই শিশু ভালবাসতে শিখে
- যে শিশু সত্যের মধ্যে বড় হয়, সে সুবিচার করতে শিখে।
- যে শিশু ভাগ করে খেতে অভ্যস্ত সে সুবিবেচক হ।
- যে শিশু ধৈর্যের মধ্যে বড় হয়, সে শিশু সহনশীল হয়।
- যে শিশু সুখী পরিবেশে বড় হয়, সে ভালোবাসা ও সৌন্দর্য শিখে।
শিশুদের বেড়ে ওঠার সময় তাদেরকে ভালো পরিবেশ উপহার দিন। সেই শিশুই একদিন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে।
সংগৃহীত