মুজিববর্ষ উপলক্ষে রংপুরে শেখ কামাল তিস্তা সাঁতার
১৫ জন দক্ষ নারী-পুরুষ সাঁতারুর ৪৬ কিলোমিটার পাড়ি
স্টাফ রিপোর্টার ♦ মুজিববর্ষ উপলক্ষে রংপুরে শেখ কামাল তিস্তা সাঁতার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত লালমনিরহাটের তিস্তা ব্যারেজ থেকে ৪৬ কিলোমিটার পাড়ি দিয়ে রংপুর গঙ্গাচড়া লহ্মীটারীর শেখ হাসিনা সেতু এলাকায় এসে পৌঁছায় সাঁতারুরা। এতে ১৫ জন দক্ষ নারী-পুরুষ সাঁতারু অংশ নেন। শনিবার সকালে তিস্তা ব্যারেজ এলাকায় আনুষ্ঠানিকভাবে তিস্তা সাঁতার কার্যক্রমের উদ্বোধন করেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা।
বিকেলে মহিপুর শেখ হাসিনা সেতু এলাকায় জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রংপুর -১ গঙ্গাচড়া আসনের সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা এমপি। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া কার্যালয়ের উদ্যোগে এ দীর্ঘ সাঁতার অনুষ্ঠিত হয়। আয়োজনে তিস্তার পাড়ের হাজার হাজার মানুষ এ সাঁতার উপভোগ করেন।