রংপুরে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭
এহসানুল হক সুমন ♦ গত ২৪ ঘন্টায় রংপুরে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে রংপুরে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন, ১০২ জন।
এদিকে বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ২৭ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ১৩ জন, কুড়িগ্রামে ৬ জন, গাইবান্ধার ৩ জন, লালমনিরহাটে ২ জন, নীলফামারী, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের একজন করে রয়েছেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নতুন শনাক্তরা হলেন, নীলফামারী ডোমারের এক নারী (২৬), কুড়িগ্রামের এক নারী (২৩), গাইবান্ধা সাদুল্ল্যাপুরের এক নারী (৩০), দিনাজপুরের এক পুরুষ (৪৮), ঠাকুরগাঁও সদরের এক নারী (৩৫) ও আরটিআই কর্নারের এক যুবক (২৮)।
রংপুর জেলায় নতুন শনাক্তরা হলেন, নগরীর কলেজ রোডের এক কিশোরী (১৪), রবার্টসনগঞ্জের নারী (৫০), এক পুরুষ (৫১), অপর নারী (৫১), মাহিগঞ্জের এক পুরুষ (৪৮), সাতগাড়ার এক যুবক (২৭), লালকুঠির এক নারী (৫১), এক চিকিৎসক (৫৭), পীরগাছা পারুলের এক শিশু (৬), মিঠাপুকুরে রামেশ্বরের এক পুরুষ (৩২), চিথলীর এক পুরুষ (৫২) ও পীরগঞ্জের এক যুবক (২২)।
কুড়িগ্রাম জেলায় নতুন শনাক্তরা হলেন, কুড়িগ্রাম উলিপুরের এক পুরুষ (৩৬), নাগশ্বেরীর এক নারী (৪০), এক যুবক (১৯), এক পুরুষ (৪০), সদরের এক যুবক (২৯)।
এছাড়া গাইবান্ধা সদরের এক নারী (২৭), পলাশবাড়ির এক যুবক (২৪), লালমনিরহাট ১’শ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন এক পুরুষ (৫০) ও পাটগ্রামের এক পুরুষ (৬০) নতুন করে শনাক্ত হয়েছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।
রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৫ হাজার ১৭৫ জন ও সুস্থ্য হয়েছেন, ৪ হাজার ৭৪৮ জন। মারা গেছেন, ১০২ জন ও হাসপাতাল ভর্তি রয়েছেন ৪৬ জন।