রমেকে নমুনা পরীক্ষায় আরও ২১ আক্রান্ত ব্যক্তি শনাক্ত
এহসানুল হক সুমন ♦ রংপুর মেডিকেল কলেজে (রমেক) নমুনা পরীক্ষায় নতুন করে ২১ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ১৪ জন, গাইবান্ধার ২ জন, কুড়িগ্রাম ও নীলফামারীর ১ জন।
রংপুর জেলায় নতুন আক্রান্তরা হলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটিআই কর্নারে চিকিৎসাধীন ধাপ চিকলী ভাটার এক নারী (৪৮), কেরানীপাড়ার এক পুরুষ (৪৬), নীলফামারী ডোমারের এক নারী (৫০), রংপুর রেঞ্জ ডিআইজি (৫৩), পিবিআইয়ের এক পুলিশ সদস্য (৩৬), রংপুর মেট্রোপলিটন পুলিশের এক সদস্য (৩১), জেলা পুলিশ এক সদস্য (৪২), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধ (৭০), এক নারী (৪৫), সার্কিট হাউজ লেনের এক নারী (৫০), পূর্ব কামাল কাছনার এক পুরুষ (৪৬), কামাল কাছনার এক পুরুষ (৪৩), কেরানীপাড়ার এক পুরুষ (৪৩), গুপ্তপাড়ার এক চিকিৎসক (৪৩), মিঠাপুকুর দূর্গাপুরের এক বৃদ্ধ (৬৬)।
লালমনিরহাট জেলায় নতুন আক্রান্তরা হলেন, লালমনিরহাট ১’শ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন সাপটানা বাজারের এক যুবক (২৪), এক পুরুষ (৫৩), পাটগ্রামের এক পুরুষ (৩৮)।
গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় নতুন আক্রান্তরা হলেন, গাইবান্ধা সদরের এক পুরুষ (৫২), পলাশবাড়ির এক যুবক (২০) ও
কুড়িগ্রাম সদরের এক পুরুষ (৩৯)।
সোমবার ১৮০ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।
রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৩ হাজার ৩৯৩ জন। সুস্থ্য হয়েছেন, ২ হাজার ৯’শ জন ও মারা গেছেন, ৫৬ জন।