রংপুরে বিজয় দিবসে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যকে চাকুরী প্রদান
স্টাফ রিপোর্টার ♦ রংপুরে বিজয় দিবসে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যকে চাকুরী দিয়েছে সরকারী বেগম রোকেয়া কলেজ। বুধবার দুপুরে কলেজ মিলায়তনে নগরীর পূর্ব বড়বাড়ির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা খায়রুল আলমের ছেলে মোঃ রফিকুজ্জামানের হাতে নিয়োগপত্র তুলে দেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক চিন্ময় বাড়ৈ। মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মান দেখিয়ে রফিকুজ্জামানের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ‘কাজ নাই মজুরী নাই’ (মাস্টার রোল) ভিত্তিতে নিরাপত্তা প্রহরী পদে নিয়োগ দেয়া হয়।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে সহকারী অধ্যাপক মোঃ আজহারুল ইসলামের সঞ্চালনায় অধ্যাপক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ নুরুল আলম। বক্তব্য রাখেন, কলেজ শিক্ষক অধ্যাপক আজিজুল ইসলাম, ড. এ আই এম মূসা, আবু তাহের খান, মোজাফ্ফর রহমান, শাহজাহান কবির, মাহফিজুল আনাম, বিমল চন্দ্র রায়, অনিমা বর্মা। শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারীদের আত্মার মাগফেরাতসহ দেশের উন্নয়ন কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।