রংপুর রয়্যালস রিসোর্ট এন্ড রিক্রিয়েশনাল পার্ক এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার ♦ রংপুর মহানগরীর ১৯নং ওয়ার্ডের হতদরিদ্র ও শীতার্ত মানুষের রংপুর রয়্যালস রিসোর্ট এন্ড রিক্রিয়েশনাল পার্ক এর উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গত শনিবার রাতে রংপুর ডায়াবেটিক হাসপাতালে হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান, রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলহাজ্ব মোঃ মাহমুদুর রহমান টিটু, রংপুর চেম্বারের ভাইস প্রেসিডেন্ট মোঃ মঞ্জুর আহম্মেদ আজাদ, মহানগর যুব নেতা ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফাউন্ডেশন রংপুর জেলা ও মহানগর কমিটির উপদেষ্ঠা ইফতেয়ার আহমেদ বাপ্পী, রোজাফ কবীর ও আসিফ জোবারদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় প্রায় ২শত হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।