রংপুরে ৬ ইটভাটা মালিককে ১০ লাখ টাকা অর্থদন্ড প্রদান
এহসানুল হক সুমন ♦ রংপুরে পরিবেশ দূষণসহ নানা অনিয়মের অভিযোগে ৬ ইটভাটা মালিককে ১০ লাখ টাকা র্অথদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকালে মিঠাপুকুর উপজলোর ইটভাটাগুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
অভিযানে এমএইচবি, এএফটি, আরডিএস, বিবিএ, এমটিএস ও এএসবি ইটভাটা পরিবেশ দূষণসহ নানা অনিয়ম করায় তাদেরকে র্অথদন্ড প্রদান করেন তিনি। এ সময় পরবিশেরে জন্য ক্ষতিকর ও অবৈধ স্থাপনা ধ্বংস করা হয়। অভিযানের র্যাব-১৩, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলনে, পরিবেশের জন্য ক্ষতিকর এবং সরকারিভাবে নিষিদ্ধ বিভিন্ন কার্যক্রম বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়ছে। নির্দেশনা অমান্য করে ইটভাটা পরিচালনা, পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রম পরিচালনার অপরাধে ইটভাটার মালকিকে র্অথদন্ড প্রদান করা হয়।