শ্যামপুর চিনিকল চালুর দাবীতে দশ হাজার মানুষের গণস্বাক্ষর
স্টাফ রিপোর্টার ♦ রংপুরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান শ্যামপুর চিনিকল পুনরায় চালুর দাবিতে রংপুরে স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে। বুধবার দুপুরে শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃবৃন্দর রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি ও মিল জোন এলাকার অর্šÍভূক্ত আখ চাষি, মিলের শ্রমিক- কর্মচারীর ১০ হাজার ৬’শ ব্যক্তির গণস্বাক্ষর প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আক্তারুল বাদশা, সাধারন সম্পাদক আবু সুফিয়ান, সহ-সভাপতি আব্দুল সাত্তার, অর্থ সম্পাদক আনিসুল ইসলাম, শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক লিটন মিয়াসহ অন্যরা।
শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সাধারন সম্পাদক আবু সুফিয়ান বলেন, রংপুর জেলার একমাত্র প্রাচীন শিল্প প্রতিষ্ঠানের আখ মাড়াই স্থগিত করা হয়েছে। এটি পূনঃরায় চালু করে কর্মসংস্থানের একমাত্র অবলম্বন এই প্রতিষ্ঠানকে নব উদ্যোমে চালু করার জোর দাবি জানাচ্ছি।