কুড়িগ্রামে ১০ জয়িতাকে সম্মাননা

কুড়িগ্রাম প্রতিনিধি ♦ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে কুড়িগ্রামে ১০ জয়িতাকে সম্মাননা দেয়া হয়েছে।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসক হলরুম স্বপ্নকুড়ি’তে সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (স্বার্বিক) হাফিজুর রহমান, উপ-পরিচালক মহিলা অধিদপ্তর শাহনাজ পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার উৎপল রায়, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমূখ।
পরে বিভিন্ন বিষয়ে অবদান রাখা ১০জন জয়িতাকে সম্মানতা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।