হিজড়াদের নিয়ে এইডস প্রতিরোধে সেন্সিটাইজেসন সভা
স্টাফ রিপোর্টার ♦ রংপুরে হিজড়া জনগোষ্ঠির মাঝে এইডস প্রতিরোধে সেন্সিটাইজেসন সভা হয়েছে। মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় হলরুমে লাইট হাউস এর আয়োজনে হিজড়া প্রকল্পের রংপুর সাব-ডিআইসি’র উদ্যোগে সেন্সিটাইজেসন সভাতে সভাপতিত্ব করেন, রংপুর জেলা সিভিল সার্জন ডাঃ হিরম্ব কুমার রায়। সভার শুরুতে পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিস ডেলীভারী প্রকল্পের ভারপ্রাপ্ত ব্যাবস্থাপক শামীম আহমেদ।
বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ কানিজ ফাতেমা, আইসিডিডিআরবি প্রতিিিনধি রাসকিন আহমেদ রানা, রংপুর সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর রহমত উল্লাহ বাবলা, মহিলা কাউন্সিলর হাসনা বানু, হিজরা প্রতিনিধি সরলতা আক্তার শান্তনা,সাংবাদিক টিপু সুলতান, সাংবাদিক ইমু সহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগন। সভায় সঞ্চালনা করেন রংপুর সাব-ডিআইসি ইনচার্জ মোঃ শাহাবুল ইসলাম।