কেন জাপানিরা বেশি আত্মহত্যা করে (ভিডিও)
তাদের ধর্মীয় রীতি বিবেচনা করলে “আত্মহত্যা কোন পাপ নয়”
নিউজডোর ডেস্ক ♦ সারাবিশ্বের মধ্যে জাপানে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটে থাকে। কৌতুহল জাগতেই পারে, কেন জাপানিরা বেশি আত্মহত্যা করে থাকে। ২০২২ সালের তথ্যানুযায়ী জাপানে আবারো বেড়েছে আত্মহত্যা। গেলো বছরটিতে মোট ২১ হাজার ৫’শ ৮৪ জন জাপানি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। যাদের মধ্যে পুরুষের সংখ্যাই অনেক বেশি। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এইচকে জানায়, প্রাথমিক এই সংখ্যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৭ শতাংশ বেশি। জাপানে একসময় বৃদ্ধ অভিভাবকদের দেখাশোনা তাদের সন্তানেরা করলেও, বর্তমানে সেরকমটা হয় না। বেশিরভাগ বৃদ্ধদের বৃদ্ধাশ্রম কিংবা হাসপাতালেই তাদের জিবনের ইতি টানতে হয়। আর তা সহ্য করতে না পেরে জাপানি বৃদ্ধদের অনেকেই আত্মহত্যা করে থাকেন। কেননা তাদের ধর্মীয় রীতি বিবেচনা করলে “আত্মহত্যা কোন পাপ নয়” আবার অর্থনৈতিক দুশ্চিন্তা ও অনিরাপত্তার পাশাপাশি অভিযোগ না করার মানসিকতার সংস্কৃতিও তরুণদের মধ্যে আত্মহত্যা বাড়ার পেছনে বড় ভুমিকা রাখে বলে মনে করে বিশেষজ্ঞরা। এছাড়াও কর্মসংস্থানের ব্যবস্থা না হওয়াও আত্মহত্যার কারণ হিসেবে বলা হয়ে থাকে।