রংপুরে ভর্তূকি মূল্যে  নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু

রংপুরে ভর্তূকি মূল্যে  নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু


রংপুরে টিসিবি’র মাধ্যমে ভর্তূকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (১৩ আগস্ট) সকালে রংপুর ডায়াবেটিক সমিতি কার্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের সচিব উম্মে ফাতিমা, অতিরিক্ত জেলা প্রশাসক এডবিøউএম রায়হান শাহ, রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু, টিসিবি আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক শফিকুল ইসলাম, সহকারী পরিচালক জামাল উদ্দিনসহ অন্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, রংপুর জেলায় সুশৃঙ্খলভাবে টিসিবি’র পণ্য বিক্রি চলছে। ভর্তুকি মূল্যে চালসহ এসব পণ্য পেয়ে উপকারভোগী মানুষ খুবই আনন্দিত। তারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে এ পদক্ষেপ বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সুষ্ঠুভাবে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনার জন্য জেলা প্রশাসনের মনিটরিং টিম মাঠে কাজ করছে।   
উল্লেখ্য, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার কর্তৃক নির্ধারিত রংপুর সিটি কর্পোরেশন, ৩টি পৌরসভা, ৮টি উপজেলার ২ লাখ ৮৫ হাজার ৩১২ টি পরিবারের মাঝে ভতর্‚কি মূল্যে কার্ডধারী প্রতি ৪৭০ টাকার প্যাকেজে ৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি মসুরের ডাল বিক্রি করা হচ্ছে। ইতোমধ্যে রংপুর জেলায় ১৪ ধাপে উপকারভোগীদের মাঝে ৩ হাজার ৭০৯ মেট্রিক টন চিনি, ৭ হাজার ৯৮৯ মেট্রিক টন মসুর ডাল, ৭৯ লাখ ৮৮ হাজার ৭৩৬ লিটার সয়াবিন তেল, ৮৫৬ টন ছোলা, ১২৩ টন পেঁয়াজ, ১ হাজার ৪২৭ টন চাল বিক্রি করা হয়েছে।