দলকে কলকাতায় রেখে ঢাকায় কেন সাকিব
নিউজডোর স্পোর্টস ডেস্ক ♦ সেমিফাইনালের স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেল তে যাওয়া বাংলাদেশ টানা চার ম্যাচে পরাজয়ের ফলে সে স্বপ্ন শেষ। বিশ্বকাপে দল হিসেবে ভালো করতে পারছে না বাংলাদেশ। আইপিএলের কারণে ভারতের কাছে পরিচিত উইকেট-কন্ডিশনে ভালো ক্রিকেট দেখাতে পারছেন না অধিনায়ক সাকিব আল হাসানও।
সেজন্য মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলে ঢাকায় ফিরেছেন তিনি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেএসপি কোচ নাজমুল আবেদিন ফাহিমের অধীনে অনুশীলন করবেন সাকিব। বুধ, বৃহস্পতি এবং শুক্র; এই তিন দিন ঢাকায় অনুশীলন করে দলের ক্যাম্পে ফিরবেন তিনি।
কলকাতার ইডেন গার্ডেনে নেদারল্যান্ডসের বিপক্ষে পরের ম্যাচ খেলবে বাংলাদেশ। ঢাকা থেকে কলকাতার দূরত্ব বেশি নয়। ভ্রমণের ক্লান্তি খুব বেশি হবে না। ২৮ অক্টোবর ডাচদের মুখোমুখি হবে বাংলাদেশ।