রংপুর সিটি নির্বাচন: মনোনয়ন প্রত্যাহার করে নিলেন আতাউরজ্জামান বাবু
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়াকে সমর্থন জানিয়েছেন তিনি
স্টাফ রিপোর্টার ♦ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী স্বেচ্ছাসেবক লীগ নেতা আতাউরজ্জামান বাবু লড়ছেন না এবার সিটি কর্পোরেশন নির্বাচনে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর ১টায় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেইআতাউরজ্জামান বাবু তার মনোনয়ন প্রত্যাহার করে নেন ।
মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আতাউরজ্জামান বাবু আজ দুপুরে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।
নৌকা প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়ার সঙ্গে সদ্য মনোনয়ন প্রত্যাহার করা আতাউরজ্জামান বাবু
মনোনয়ন প্রত্যাহার শেষে আতাউরজ্জামান বাবু সাংবাদিকদের বলেন, দলীয় সিদ্ধান্তকে মেনে নিয়েই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়াকে সমর্থন জানিয়ে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিলাম।
এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রসিক নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সহ-সভাপতি আবুল কাশেম সহ অন্যান্য নেতৃবৃন্দ।