মাদকাসক্ত নারীদের মধ্যে ৩৯ শতাংশই ইয়াবা সেবন করছে
নিউজডোর ডেস্ক ♦ দেশে মাদকের ছোবলে ঝড়ে পড়া তরুন-তরুনীদের সংখ্যা বেড়েই চলেছে। যা একটি দেশের জন্য নিঃসন্দেহে ভালো খবর নয়। ছেলে পাশাপাশি মেয়োরও ঝুঁকছে এই মাদকের দিকে। এতে করে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি প্রজনন স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে একজন নারীর গর্ভধারণ, জন্ম ও লালন-পালন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ঢাকা আহছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে ২০১৪ সাল থেকে ৭৬২ জন মাদকাসক্ত নারী চিকিৎসা সেবা পেয়েছেন। এসব নারীর মধ্যে ৩৯ শতাংশ ইয়াবা সেবন করছেন। এছাড়া ৩৯ শতাংশ গাঁজা সেবন করে। এর বাইরে রয়েছে ঘুমের ওষুধ, অ্যালকোহল, শিরায় মাদক সেবনকারী ও অন্যান্য মাদক সেবনকারী।
আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের সাফল্যের ১০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর শ্যামলীর ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সোমবার। আহ্ছানিয়া মিশন হেলথ অ্যান্ড ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মূল প্রতিবেদন উপস্থাপন করেন প্রতিষ্ঠানের কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস মজুমদার।
আহ্ছানিয়া মিশনের রিপোর্ট অনুযায়ী, ২০১৪ সাল থেকে মোট ৭৬২ জন নারী চিকিৎসা সেবা পেয়েছেন। এর মধ্যে ৩৯ শতাংশ ইয়াবা সেবন এবং ৩৯ শতাংশ গাঁজা সেবনকারী। এর বাইরে রয়েছে ঘুমের ওষুধ, অ্যালকোহল, শিরায় মাদক সেবনকারী ও অন্যান্য মাদক সেবনকারী।