অফিস-গণপরিবহন-দোকানপাট খুলছে ১১ আগস্ট
মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপন জারি
নিউজডোর ডেস্ক ♦ করোনা প্রাদুর্ভাব ঠেকাতে দেশে চলমান লকডাউন শিথিল করছে সরকার। আগামী ১১ আগস্ট থেকে দেশের সব সরকারি-আধাসরকারি-স্বায়ত্বশাসিত অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, দোকানপাট ও শপিংমল খোলার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এছাড়াও অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহনও চলার অনুমতি দেয়া হয়েছে।
রোববার (৮ আগস্ট) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ।
দেশে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর থেকেই পরিস্থিতির অবনতি হয়। এ শক্তিশালী ভ্যারিয়েন্টের বিস্তার ঠেকাতে দ্বিতীয় ধাপে কঠোর লকডাউন জারি করে সরকার।