কুড়িগ্রামে হানাদার মুক্ত দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি ♦ নানা আয়োজনে কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় মুক্তিযোদ্ধা সংসদ চত্ত্বর থেকে বিজয় র্যালী বের হয়ে শহর ঘুড়ে স্বাধীনতার বিজয়স্তম্ভে পূষ্প অর্পণ করে।
মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংঘঠন এতে অংশ নেয়। পরে মুক্তিযোদ্ধা সংসদ চত্ত্বরে আলোচনা সভা করে। এতে জেলা প্রশাসক রেজাউল করিমসহ অনেকে বক্তব্য রাখেন।
১৯৭১ সালের এ দিনে মুক্তিযোদ্ধাদের কাছে পরাজিত পাকবাহিনি পিছু হটলে মুক্ত হয় কুড়িগ্রাম। ওড়ে স্বাধীন বাংলার পতাকা।