চিনিকল বন্ধের প্রতিবাদে শ্যামপুর সুগার মিলস্ এ শ্রমিকদের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার ♦ চিনিকল বন্ধের প্রতিবাদে রংপুরের শ্যামপুর সুগার মিলস্ চিনিকলের প্রাঙ্গণে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শ্রমিক, কর্মকর্তা ও আখ চাষিরা।
মঙ্গলবার সকাল দশটায় চিনিকল এর সামনে শ্রমিক,আখ চাষিরা একত্রে হয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।এসময় তারা টেয়ারে আগুন জ্বালিয়ে ও স্লোগানে স্লোগানে বিক্ষোভ প্রদর্শন করেন।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি সুলতান মাহমুদ,সাধারন সম্পাদক বুলু আমিন,আখ চাষি কল্যান সমিতির সাধারন সম্পাদক মেহেদি হাসান সাগর প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই চিনিকলগুলোকে বন্ধ করে দেয়া হয়েছে। এর মাধ্যমে শ্যামপুর চিনিকলের ৮০০ শ্রমিক কর্মকর্তা-কর্মচারী, ১২ হাজার আখচাষিসহ পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত প্রায় দুই লাখ মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। তারা বলেন, মিল বন্ধ ঘোষণার প্রক্রিয়া বাতিল করা না হলে রাজপথ-রেলপথ সব পথ বন্ধ করে দিয়ে আন্দোলন করবেন তারা।