তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে দুই ধারে শিল্প নগরী গড়ে তুলবে সরকার
স্টাফ রিপোর্টার ♦ হিমাগারে আলু সংরক্ষনের মুল্য বৃদ্ধির বিষয়ে সমন্বয় করার জন্য ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেছেন, তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে দুই ধারে শিল্প নগরী গড়ে তুলবে সরকার। এজন্য চীনের সাথে সাড়ে আট হাজার কোটি টাকার একটি প্রকল্পের বিষয়ে অনেকদুর এগিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রংপুরের নব্দীগঞ্জে অপু মুনসী হিমাগারে রংপুর জেলা আড়তদার মালিক সমিতির সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।
এসময় সমিতির সভাপতি তবিবর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিয়ম করেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, প্রতিবছর সংরক্ষনমূল্য বাড়ানোর প্রবনতা দেখা যায়। বছরের শুরুতেই এ ব্যপারে কার্যকর পদক্ষেপ নিতে হবে দুই পক্ষকেই। এসময় তিনি তিস্তা খননের সময় উঠা বিপুল পরিমান বালু দিয়ে ইটের বদলে বালু-সিমেন্টের কংক্রিটের ইট করা যা কিনা সেটাও ভেবে দেখা হচ্ছে।
এসময় তিনি ভোজ্যতেলের দামি কেউ বেশি নিলে তা কঠোরভাবে দমন করার ঘোষণা দেন।