দিনাজপুরে নারী উদ্যোক্তা ও ক্রেতাদের মাঝে মিলনমেলা
মোঃ আরমান হোসেন দিনাজপুর প্রতিনিধি ♦ দিনাজপুরে নারীদের অনলাইন ব্যবসায়িক উদ্যোগকে আরো বেগমান করতে দিনাজপুরের দি স্কাই রেস্টুরেন্টে অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান ‘‘বাটারফ্লাই লাইফস্টাইল এন্ড বাটারফ্লাই কেক হাউস" এর স্বত্বাধিকারী রোকাইয়া চৌধুরী তন্বীর উদ্যোগে নারী উদ্যোক্তা ও ক্রেতাদের মাঝে মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আয়োজক রোকাইয়া চৌধুরী বলেন, "আমি কাস্টমারের সাধ্যের মধ্যে তাদের চাহিদা ও পছন্দকে মাথায় রেখে হোমমেড কেক ও নিজস্ব ডিজাইনে কাস্টমাইজড পাঞ্জাবি, ফতুয়া, শাড়ি, থ্রিপিস, কাপল ড্রেস, ফ্যমিলি কম্বো পোশাক তৈরি করছি। বিদেশী পন্যের ভিড়ে, দেশি পন্যকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার মূল লক্ষ্য। "অনুষ্ঠানে বিশেষ আয়োজন ছিলো দেশীয় পোশাক, হাতে তৈরি গয়না, মুখরোচক আচার ও ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্রের স্টল।
অনুষ্ঠান শেষে ৬ জন সেরা ক্রেতাদের মাঝে ক্রেস্ট তুলে দেন বাটারফ্লাই লাইফস্টাইল কেক হাউস এর স্বত্বাধিকারী রোকাইয়া চৌধুরী তন্বী।
অনুষ্ঠানটি করতে স্পন্সার হিসেবে ছিলো- কটোন লাভার্স, ঘরকুনো সিনজিন, জেসি বুটিকস্, বি কিচেন হাউস ও স্বাবাস কারুপন্য।