রংপুর র্যাবের অভিযানে ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ♦ রংপুরে র্যাবের অভিযানে ফেন্সিডিলসহ বকুল আকন্দ (২৬) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বকুল বগুড়া জেলার বাসিন্দা। রোববার বিকেলে র্যাব-১৩ এ সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পীরগঞ্জ উপজেলার কাদির ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট স্থাপন করে র্যাব।
এ সময় একটি ঢাকাগামী বাস তল্লাশী করে ১২৮বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী বকুলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বকুল মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।