রংপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন
স্টাফ রিপোর্টার ♦ করোনাক্রান্তিতে রংপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর মর্ডাণ মোড়স্থ স্বাধীনতার স্মৃতিস্তম্ভ ‘অর্জন’এ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পার্ঘ অর্পণ করেন, বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূইয়া, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমদু, জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, পিবিআই’র পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, পানি উন্নয়ন বোর্ড উত্তরাঞ্চল প্রধান জ্যোতি প্রসাদ অধিকারীসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা।
এদিকে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংষ্কৃতিক ও পেশাজীবি সংগঠন পুস্পার্ঘ্য অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া দিবসকে ঘিরে জেলা প্রশাসনের উদ্যোগে ভাচুর্য়াল প্লার্টফর্মে আলোচনা সভা, বিভিন্ন ধর্মীয় উপাসানালয়ে বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়।