বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ; মোটরসাইকেলে আগুন

ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়

বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ; মোটরসাইকেলে আগুন
ছবি: সংগৃহীত

নিউজডোর ডেস্ক ♦ বিএনপি’র পদযাত্রা কর্মসূচি চলাকালে নেতাকর্মীদের সাথে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ইট পাটকেল নিক্ষেপ করে মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়। মঙবগলবার (১৮ জুলাই) দুপুরে রাজধানীর মিরপুরে বাংলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।  

এর আগে সকালে ব্যানার ফেস্টুন নিয়ে গাবতলীতে জড়ো হন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী। স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। পরে মিছিলটি মিরপুর বাংলা কলেজের সামনে সংঘর্ষে রূপ নেয়।

বিএনপি কর্মীরা কলেজে ঢুকে লাইব্রেরী ভাংচুর করেছে বলে অভিযোগ ছাত্রলীগের কর্মীরা। ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়। ছাড়া যে ভিডিও ফুটেজে ছড়িয়ে পড়েছে, তাতে দেখা গেছে, সড়কে মোটরসাইকেলে আগুন দেওয়া হচ্ছে; বাইসাইকেল পুড়িয়ে দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, মিছিলে জড়ো হয়েছিল বিএনপির নেতাকর্মীরা। এরপর বাংলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের পিছু ধাওয়া করতে থাকে। উভয় পক্ষের সংঘর্ষ হয়। সময় কয়েকজন একটি মোটরসাইকেল একটি সাইকেলে আগুন ধরিয়ে দেয়।