প্রয়োজনে শুক্রবারেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে: শিক্ষামন্ত্রী

প্রয়োজনে শুক্রবারেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে: শিক্ষামন্ত্রী

নিউজডোর ডেস্ক ♦ প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন ছুটির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে শহরের চেয়ে প্রান্তিক শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয় বলে উল্লেখ করে শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী নওফেল বলেন, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন ছুটির কারণে পড়াশোনার ব্যবধান কমাতে শুক্রবারও ক্লাস-পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, নির্বাহী বিভাগ আবহাওয়া অধিদপ্তর স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন এলাকায় পাঠদানের বিষয়ে নির্দেশনা দিচ্ছে। কিন্তু স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত এলে আমাদের কাজ ব্যাহত হয়। তবে আমরা আদালতের রায়কে সম্মান করি।

গেল সোমবার (২৯ এপ্রিল) বিচারপতি কে এম কামরুল কাদের বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ তাপপ্রবাহের মধ্যে বৃহস্পতিবার ( মে) পর্যন্ত প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসায় ক্লাস বন্ধ রাখার নির্দেশ দেন।