মাথার কোন দিকের ব্যথা কিসের লক্ষণ

মাথার কোন দিকের ব্যথা কিসের লক্ষণ
ছবি: সংগৃহীত

নিউজডোর ডেস্ক ♦ মাথাব্যথা রোগ প্রায়ই আমাদের সবার হয়ে থাকে। মাথাব্যথার কারণ অনেক হতে পারে। কিন্তু ঠিক কি কারণে মাথাব্যথা হচ্ছে সেটা নিয়ে আমরা ভাবি না। এই মাথাব্যথা অনেক ধরণের হয়ে থাকে। জেনে নিন মাথাব্যথার ধরণ সম্পর্কে:

  • মাইগ্রেন: মাথার একপাশ থেকে ব্যথা শুরু হয়। অনেকে আমরা এটাকে আধ-কপালি ব্যথাও বলে থাকি। আসতে আসতে মাইগ্রেনের ব্যথা আরও বেড়ে যায় এবং মাথার বিভিন্ন অংশে ছড়াতে থাকে।
  • উত্তেজনা: দুশ্চিন্তার কারণে মাথাব্যথা পুরো মাথায় থাকে। মনে হয়, কেউ মাথা ধরে রেখেছে। ভারী ভারী লাগছে, এরকম।
  • ক্লাস্টার মাথাব্যথা: এই মাথাব্যথা একটি নির্দিষ্ট সময় বা বছরে হয়। চোখের ওপর দিক থেকে মাথার একটি দিক বরাবর যন্ত্রণা হয়।
  • মাথার ভিতরে রক্তপাত হলে: মাথার পেছন থেকে শুরু করে ঘাড় পর্যন্ত তীব্র ব্যথা।
  • ব্রেন ইনফেরন হলে পুরো মাথায় ব্যথা হয়। সেই সঙ্গে ঘাড়ে ব্যথা।
  • যদি ব্রেন টিউমার থাকে, তাহলে মাথার ত্বকের টেম্পোরাল লোবে ব্যথা হয়। যেখানে টিউমার আছে সেদিকেই ব্যথা হয়। টিউমার ছোট নয়।