দেশে কমেছে বিয়ে, কারণ হিসেবে যা বলছেন বিশ্লেষকরা

দেশে কমেছে বিয়ে, কারণ হিসেবে যা বলছেন বিশ্লেষকরা

নিউজডোর ডেস্ক ♦ জীবন পাড়ি দিতে প্রয়োজন হয় জীবন সঙ্গীর। একজন ভালোবাসার মানুষ পাশে থাকলে তার সাথে সুখ-দুঃখ ভাগাভাগি করে অনায়াসে জীবন কাটিয়ে দেয়া যায়। এই জীবন সঙ্গীকে ধর্মীয় ও সামাজিকভাবে পরিচিত করতে প্রয়োজন বিয়ে। এটি একটি প্রাচীন সামাজিক ও ধর্মীয় প্রথা।
তবে এ বিষয়ে দুঃসংবাদ জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। তাদের নতুন তথ্য মতে,
দেশে বিয়ের হার কমেছে। ডিভোর্সের হারও কমেছে। দেশে বিয়ের হার (প্রতি হাজারে) ২০২৩ সালে ছিল ১৫.৭, যা ২০২২ সালে ছিল ১৮.১ এবং ২-২১ সালে তা ১৩.৫ছিল ।
এদিকে, দেশের বিবাহবিচ্ছেদের হারও ২০২২ সালে ১.৪ শতাংশ থেকে ১.১ শতাংশে নেমে এসেছে। ২০২১ সালে এই হার ছিল ০.৭ শতাংশ। বিবিএসের বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিকস ২০২৩-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
২০২২ সালে বিবাহ বৃদ্ধির বিষয়ে সমাজ বিজ্ঞানীদের বক্তব্য, ২০২০-২১ সাল সময়কালে করোনা মহামারীর কারণে খুব বেশি বিয়ে হয়নি।
করোনা-পরবর্তী সময়ে, ২০২২ সালে বিবাহের হার বৃদ্ধি পায়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে ২০২৩ সালে তা হ্রাস পায়।