এইচএসসি পরীক্ষা সম্পর্কে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষা সম্পর্কে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী

নিউজডোর ডেস্ক ♦ এইচএসসি সমমানের পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে একটি বিষয় ছাড়া বাকি সব বিষয়ে পূর্ণ নম্বর পূর্ণকালীন পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী . দীপু মনি।

মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সুষ্ঠু, চুরিমুক্ত ইতিবাচক পরিবেশে আসন্ন এইচএসসি সমমানের পরীক্ষা-২০২৩ পরিচালনার লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং অ্যান্ড আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে ৭৫ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে ৫০ নম্বর লিখিত (২০ এমসিকিউ, ৩০টি লিখিত) এবং ২৫টি ব্যবহারিক। অন্যান্য সব বিষয়ে পূর্ণ নম্বর ছাড়াও পূর্ণকালীন পরীক্ষা নেওয়া হবে।