রোটারী ক্লাব অব মেট্রোপলিটন রংপুরের সচেতনতামূলক কার্যক্রমসহ বিনামূল্যে চক্ষু ক্যাম্প 

রোটারী ক্লাব অব মেট্রোপলিটন রংপুরের সচেতনতামূলক কার্যক্রমসহ বিনামূল্যে চক্ষু ক্যাম্প 

স্টাফ রিপোর্টার ♦‘রোটারী বিজয়োৎসব-২০২০’ উদ্যাপনের অংশ হিসেবে চক্ষু নিয়ে সচেতনতামূলক কার্যক্রমসহ বিনামূল্যে চক্ষু ক্যাম্প করেছে রোটারী ক্লাব অব মেট্রোপলিটন রংপুর।

সোমবার সকালে তপোধন ইউনিয়ন আলিম মাদ্রাসা মিলনায়তনে সচেতনতামূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রোটারীয়ান শাহ্জাহান কবির একেএস। আলোচনা সভায় চোখের চিকিৎসা ও যত্ন নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞ চিকিৎসক রোটারীয়ান ডাঃ দেলোয়ার হোসেন।

এরপর নগরীর ৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়। সেই সাথে চোখের ছানিপড়া রোগীদের অপারেশনের ব্যবস্থা করা হয় ক্লাবের পক্ষ থেকে। উল্লেখ্য, রোটারী ক্লাব অব মেট্রোপলিটন রংপুর প্রতিষ্ঠার পর থেকে নগরীতে বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।