দলীয় নিয়ম না থেকে মিঠাপুকুরে অন্য প্রার্থীর হয়ে কাজ করছে এমপি: মওলা

নিউজডোর ডেস্ক : দলীয় নিয়ম না থেকে অন্য প্রার্থীর হয়ে কাজ করছে এমপি এমন অভিযোগ এনে মিঠাপুকুর উপজেলা পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী (মোটর সাইকেল) মোতাহার হোসেন মন্ডল মওলা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত ৩০ এপ্রিল আওয়ামী লীগের সকল নেতাকর্মী, এমপি, মন্ত্রীদের সাথে মত বিনিময় সভা করেছেন, সেখানে সকলকে নির্দেশনা দেয়া হয়েছিল যে এবারের নির্বাচন হবে নিদর্লীয়, নিরপেক্ষ, শতভাগ অংশগ্রহণমূলক করতে এ নির্বাচনে কোন এমপি-মন্ত্রী কিংবা দলীয় নেতা কোনো প্রার্থীর মনোনয়নে হস্তক্ষেপ বা প্রচার-প্রচারণায় যোগ দিতে পারবেন না এবং কোন প্রার্থীর প্রচারণায় বাধা প্রদান করতে পারবেন না। কিন্তু মিঠাপুকুর-৫ আসনের আমাদের এমপি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হয়ে কাজ করছেন। তিনি বিভিন্ন সংবর্ধনা অনুষ্ঠানে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে যাচ্ছেন, এলাকাবাসীর কাছে পরিচয় করিয়ে দিচ্ছেন এবং তার হয়ে ভোট চাইছেন। যা দলের বিধি বহির্ভূত।

তিনি বলেন, এমপি হওয়ার জোর খাটিয়ে আমার কর্মীদের আমার হয়ে প্রচার-প্রচারণা না করতে বিভিন্ন হুমকি-ধামকি দিয়ে আসছেন। কিন্তু বিগত দিনে যেভাবে অসহায়, দুঃস্থদের মানুষের পাশে আমি দাঁড়িয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নানাবিধ চিকিৎসার আর্থিক সহযোগিতা এনে দিয়েছি। তাই আমি বিশ্বাস করি মিঠাপুকুরের মানুষ আমাদের পাশে রয়েছে। তারা আমাকে ভোট দেয়ার জন্য আগামী ২১ মে’র অপেক্ষায় রয়েছে। মিঠাপুকুরের মানুষ কেবল আমাকেই উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।